পাকিস্তানকে ১০৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২১ নভেম্বর ২০২১, ০৫:০১

পাকিস্তানকে ১০৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং ব্যর্থতা বাংলাদেশের। শুক্রবার (১৯ নভেম্বর) মিপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে ১২৭ রান করলেও শনিবার (২০ নভেম্বর) ম্যাচে সে পর্যন্ত যেতে পারেনি বাংলাদেশ।

সফরকারী বোলারদের তোপে ৭ উইকেটে মাত্র ১০৮ রানে ইনিংস শেষ করেছে বাংলাদেশ।

টসে জিতে ব্যাট করা টাইগারদের উদ্বোধনী জুটি এক বিভীষিকার নাম হয়ে দাঁড়িয়েছে। একের পর এক পরিবর্তনেও ফায়দা হচ্ছে না কিছুতেই। পাকিস্তানের বিপক্ষে গত ম্যাচের মতো আজও দুই ওপেনার নাঈম শেখ ও সাইফ হাসান ফেরেন দলীয় রান ১০ পার করার আগেই। চমক হয়ে টি-টোয়েন্টি দলে জায়গা পাওয়া সাইফ আগের ম্যাচে ১ রান করলেও এদিন রানের খাতা খুলতে পারলেন না। নিজের খেলা প্রথম বলেই ফেরেন শাহীন শাহ আফ্রিদির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে।

নাজমুল হোসেন শান্তকে নিয়ে দলকে বিপদ মুক্তির ইঙ্গিত দেন আফিফ হোসেন। তবে, ২০ রান করা আফিফকে বোকা বানিয়ে ফেরান শাদাব। আগের ম্যাচে ব্যর্থ শান্ত এদিন লড়াই করেন পাকিস্তানি বোলারদের বিপক্ষে, করেন ৪০ রান।

শেষদিকে আমিনুল ইসলাম বিপ্লব অপরাজিত ৭ রানের কল্যাণে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারানো বাংলাদেশ দল ১০৮ রানের পুঁজি পায়। ম্যাচ জয়ের সঙ্গে সিরিজ জিততে পাকিস্তানের প্রয়োজন ১০৯ রান। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি ও শাদাব খান।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top