• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


একই ফ্লাইটে চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ ও পাকিস্তান দল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২১, ০৪:২৫

একই ফ্লাইটে চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ ও পাকিস্তান দল

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে ইতোমধ্যে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও পাকিস্তান টেস্ট দল। একই ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রাম গেছেন দুই দলের ক্রিকেটাররা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ২৬ নভেম্বর। প্রথম টেস্ট খেলতে দুপুর পৌনে ৩টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি চার্টার্ড ফ্লাইটে চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছেড়েছে দুই দল। জানা গেছে, বুধবার (২৪ নভেম্বর) চট্টগ্রামে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুশীলন করবে পাকিস্তান দল। একই দিন দুপুর দেড়টা থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুশীলন করবে মুমিনুল হকের দল। ২৫ নভেম্বর বাংলাদেশ দল সকালে এবং দুপুরে অনুশীলন করবে পাকিস্তান দল।

২৬ নভেম্বর থেকে ৩০ নভেম্বর প্রথম টেস্ট শেষে ১ ডিসেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে আবারও চার্টার্ড ফ্লাইটে একসঙ্গেই চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরবে বাংলাদেশ ও পাকিস্তান। সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ৪ ডিসেম্বর।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top