হালাল মাংস বিতর্কে ভারতীয় ক্রিকেট বোর্ড
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২১, ০৩:০৯
নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া প্রথম টেস্টের আগে ভারতীয় ক্রিকেটে শুরু হয়েছে হালাল মাংস বিতর্ক। এ বিতর্ক নিয়ে শেষ পর্যন্ত মুখ খুলতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
টেস্ট ম্যাচ চলাকালীন ক্রিকেটারদের খাদ্যতালিকায় শুধু হালাল মাংস রাখা হয়েছে। গরু বা শুয়োরের মাংস রাখা হয়নি খাদ্যতালিকায়।
এমন খবরে অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর কর্মকর্তারাও ভীষণ বিস্মিত। বিসিসিআই-এর কোষাধ্যক্ষ অরুন ধুমাল এমন নিষেধাজ্ঞার খবর উড়িয়ে দিয়েছেন। বলেছেন এমন কোনও নির্দেশনা বোর্ড দেয়নি, খাদ্য তালিকা নিয়ে কখনও আলোচনা হয়নি। বিষয়টি নিয়ে জোরও খাটানো হবে না। কী খেতে হবে, আর কি খাওয়া যাবে না, এমন নির্দেশনা বোর্ড কখনও দেয় না। নিজেদের খাবার পছন্দ করতে তারা সব সময় স্বাধীন।
তার মতে, সব কিছুই গুজব, কোনও স্টাফ এমনকি ক্রিকেটারকেও নিষেধাজ্ঞার কথা বলা হয়নি। উল্লেখ্য, ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-নিউজল্যান্ড প্রথম টেস্ট।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।