সেঞ্চুরি পেলেন না মুশফিক
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২১, ০০:২৪
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম মুশফিকুরের জন্য আনলাকি বলতেই হয়। টেস্ট ক্যারিয়ারে চারবার নব্বইয়ের ঘরে আউট হয়েছেন মুশফিক। যার তিনবারই চট্টগ্রামের সাগরিকার এই স্টেডিয়ামে।
দ্বিতীয় দিনে ৯৯তম ওভারে প্রথমবারের মতো আক্রমণে আসেন ফাহিম আশরাফ। তার করা পঞ্চম ডেলিভারিটি ছিল হালকা রাইজিং ইনসুইঙ্গার। যেটি ডিফেন্ড করতে গিয়ে লাগে মুশফিকের ব্যাটের বাইরের কানায়। বোলার-ফিল্ডারদের আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। রিভিউ নিলেও আল্ট্রাএজে স্পাইক দেখা যাওয়ায় মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রাখেন থার্ড আম্পায়ার গাজী সোহেল।
ফলে মুশফিকের ২২৫ বলে ৯১ রানেই ইনিংস থেমে যায়।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: মুশফিকুর রহিম
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।