বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

সাকিবকে ছেড়ে দিচ্ছে কলকাতা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২১, ০০:৫৬

সাকিবকে ছেড়ে দিচ্ছে কলকাতা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে অনুষ্ঠিত হবে মেগা নিলাম। নিলামের আগে চারজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে ফ্রাঞ্চাইজিগুলো। এবারের ১৫তম আসরের নিলামের আগে সাকিবকে ছেড়ে দিবে কলকাতা। এমন তথ্য নিশ্চিত করেছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম।

আইপিএলে ক্রিকেটারদেরকে ধরে রাখার জন্য ৩০ নভেম্বর পর্যন্ত সময় বেধে দিয়েছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সেদিনই আনুষ্ঠানিকভাবে জানা যাবে কে কোন দলে থাকছেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কলকাতা নাইট রাইডার্স সর্বোচ্চ সংখ্যক ক্রিকেটার ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। তিন ভারতীয় পাশাপাশি এক বিদেশি ক্রিকেটার ধরে রাখবে তারা।

বিদেশি ক্রিকেটারের তালিকায় থাকছেন না সাকিব আল হাসান ও কলকাতাকে ফাইনালে তোলা অধিনায়ক ইয়ন মরগ্যান। মূলত সাদামাটা পারফর্মেন্সের কারণেই দলে জায়গা হারাচ্ছেন তারা।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top