ঢাকায় পেস বোলিং কোচ ওটিস গিবসন
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩৪
স্পোর্টস প্রতিবেদক:
বাংলাদেশ ক্রিকেট দলের বিদেশি কোচিং স্টাফরা এক এক করে ঢাকায় পৌছেছেন। দুই প্রোটিয়া রাসেল ডোমিঙ্গো আর রায়ান কুকের পর সবশেষ ঢাকায় পা রাখলেন টাইগারদের ক্যারিবীয় পেস বোলিং কোচ ওটিস গিবসন।
তবে করোনাকালীন বিমান যাত্রায় বেশ ঝক্কি পোহাতে হয়েছে তাকে। প্রথমে ফ্লাইট বাতিল। যে কারণে রোববারের বদলে সোমবার যুক্তরাজ্য থেকে দুবাইয়ের পথে যাত্রা। এরপর শেষমুহূর্তে দুবাই থেকে ঢাকার ফ্লাইট সোয়া ঘন্টা দেরিতে ছাড়া- সব মিলে নির্ধারিত সময়ের প্রায় ২৬ ঘন্টা পর রাজধানীতে পা রাখেন টাইগারদের পেস বোলিং কোচ।
আজ (মঙ্গলবার) সকাল ৮টা ৪০ মিনিটের বদলে বেলা ৯টা ৫০’র কয়েক মিনিট পর অ্যামিরেটসের দুবাই-ঢাকা ফ্লাইট গিবসনকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেছে।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সকাল সাড়ে ১০টার দিকে সরাসরি প্যান প্যাসিফিক হোটেলের পৌছেন গিবসন। একই হোটেলে অবস্থান করছেন কোচ রাসেল ডোমিঙ্গো আর রায়ান কুক।
এনএফ৭১/এমকে/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।