শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

মিরপুর টেস্টে বৃষ্টিতে আবারও খেলা বন্ধ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২১, ০২:৪২

মিরপুর টেস্টে বৃষ্টিতে আবারও খেলা বন্ধ

মিরপুরে গুড়িগুড়ি বৃষ্টির কারণে রবিবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শুরু হয়ে দেরি হয়। বৃষ্টি কমলে নির্ধারিত সময়ের ৩ ঘণ্টার বেশি সময় পর ম্যাচ শুরু হয় দুপুর ১২.৫০টায়। তবে আবার বাগড়া দিয়েছে বৃষ্টি। এর কারণে আম্পায়াররা খেলা বন্ধ করতে বাধ্য হন।

১৬১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার ৬ ওভার ২ বল পর বৃষ্টি শুরু হয়। প্রায় ৩০ মিনিটের মতো চলে খেলা। যেখানে আগের রানের সঙ্গে আরো ২৭ রান যোগ করে সফরকারীরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৮৮ রান। আজহার আলী ৫২ ও বাবর আজম অপরাজিত আছেন ৭১ রানে। বাংলাদেশের পক্ষে দুটি উইকেট সংগ্রহ করেন তাইজুল ইসলাম।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top