৩৮ বলেই দ্বিতীয় দিনের খেলা পরিত্যাক্ত

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২১, ০৪:৪৩

৩৮ বলেই দ্বিতীয় দিনের খেলা পরিত্যাক্ত

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা মাঠে গড়াল মাত্র ৩৮ বল। প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হওয়ায় খেলা আর শুরু করার মতো অবস্থা ছিল না। ফলে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের খেলা বন্ধ ঘোষণা করা হয়।

শনিবার হাতে ২ ঘণ্টার মতো সময় বাকি থাকলেও পরিস্থিতি বিবেচনায় রবিবার (৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে এই ঘোষণা দেওয়া হয়।

সকাল সাড়ে ৯টায় ম্যাচ শুরুর সময় থাকলেও কয়েক দফার বৃষ্টিতে শেষ পর্যন্ত বল মাঠে গড়ায় ১২.৫০টায়। খেলা শুরু হওয়ার আধাঘণ্টা পর আবার শুরু হয়েছে বৃষ্টি। পিচ ঢাকা পড়ে কাভারের নিচে। দ্বিতীয় সেশনে একবার খেলা শুরু হলেও সেটি স্থায়ী হয় মাত্র ৬ ওভার ২ বল। আবার বৃষ্টি শুরু হলে সেটি আর থামেনি।

দ্বিতীয় দিন শেষে সফরকারী সংগ্রাম ২ উইকেটে ১৮৮ রান। অধিনায়ক বাবর আজম ৭১ ও আজহার আলি ৫২ রানে অপরাজিত আছেন।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top