ইনিংস পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২১, ০১:০৮
মিরপুর টেস্টে বৃষ্টিতে ম্যাচের আড়াই দিনের বেশি পরিত্যক্ত হলেও ফলাফল পাওয়ার দারুণ সম্ভাবনা দেখা দিয়েছে। প্রথম ইনিংসে ৮৭ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের প্রদর্শণ করছে বাংলাদেশ।
সাজিদ খানের ঘূর্ণিতে বাংলাদেশ দল ৮৭ রানে অলআউট হওয়ায় ম্যাচে ফল পাওয়ার আশায় ফলোঅন করিয়েছে পাকিস্তান। বাংলাদেশ পিছিয়ে ছিল ২১৩ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও মাত্র ২৫ রানেই সাজঘরে ফিরে গেছেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম অনিক, তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হক।
লিটন ও মুশফিক কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৭২ রান। লিটন ২৭ ও মুশফিক ১৬ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশ পিছিয়ে আছে আরও ১৪১ রানে।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।