কামিনসের গতিতে দিশেহারা ইংল্যান্ড!
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২১, ০৩:০৬
অ্যাশেজ সিরিজের শুরুতেই আগুন ঝরালেন অস্ট্রেলিয়ার পেসাররা। গ্যাবায় প্রথম টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে একাই উড়িয়ে দেন প্যাট কামিন্স। প্রথমবারের মতো দলের অধিনায়কত্ব পাওয়ায় একটু বেশিই তেঁতে ছিলেন প্যাট কামিনস। তিনি একাই নিলেন ৫টি উইকেট।
কামিনসের সঙ্গি দুই পেসার মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডের বোলিয়ে ৫০.১ ওভারে মাত্র ১৪৭ রানেই অলআউট হয়ে গেছে ইংল্যান্ড। প্রায় ২৯ বছরের বেশি সময় পর অধিনায়ক হিসেবে অ্যাশেজ টেস্টে ফাইফার নেওয়ার রেকর্ড গড়েছেন কামিনস।
ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। প্রথম বলেই বাঁহাতি ওপেনার ররি বার্নসকে সাজঘরের টিকিট ধরিয়ে দেন বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। ব্যক্তিগত ৬ রানে ডেভিড মালান ও ০ রানে রুটকে ফিরান হ্যাজেলউড। বেশ কিছু দিন পর ক্রিকেটে ফেরা বেন স্টোকসও ফেরেন কামিন্সের বলে মাত্র ৫ রানে।
ইংলিশ ব্যাটারদের মধ্যে হামিদ, অলি পপ ও বাটলার কিছুটা রান পেলে সেই সুবাদে ১৪৭ রানের অলআউট হয় ইংল্যান্ড।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: কামিনস অ্যাশেজ অস্ট্রেলিয়া ইংল্যান্ড
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।