নিউজিল্যান্ড সিরিজের জন্য ঢাকা ছেড়েছে টাইগাররা
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১, ০০:৩৯
বিশ্বকাপ ও পাকিস্তানের বিপক্ষে ব্যর্থতার পর টাইগারদের এবারের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
বুধবার (৮ ডিসেম্বর) রাত ১টায় এমিরেটসের একটি ফ্লাইটে রওনা হয় বাংলাদেশ ক্রিকেট দল।
২০২২ সালের ১ জানুয়ারি তাউরাঙ্গার বে ওভালে প্রথম টেস্ট ম্যাচে কিউইদের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৯ থেকে ১৪ জানুয়ারি ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট। নিউজিল্যান্ডে এক সপ্তাহের কোয়ারেন্টাইন থাকার নিয়ম চালু থাকায় বেশ কিছুদিন আগেই দেশ ত্যাগ করতে হয়েছে টাইগারদের।
নিউজিল্যান্ড সফরে তামিম ইকবাল আঙুলের চোটের কারণে খেলতে পারবেন না, বিষয়টা জানাই ছিল। এরপর সাকিব আল হাসান দল ঘোষণার পরই বিসিবির কাছ থেকে ছুটি নিয়েছেন। পাকিস্তান সিরিজ চলা কালেই মাহমুদউল্লাহ রিয়াদ অবসরের ঘোষণা দিয়েছেন। সিনিয়র প্লেয়ার বলতে শুধু আছেন মুশফিকুর রহিম। তাই বলাই যায় তাসমান সাগরপাড়ে দারুণ চ্যালেঞ্জই অপেক্ষা করছে বাংলাদেশের জন্যে।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: নিউজিল্যান্ড বাংলাদেশ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।