নিউজিল্যান্ডে গেলেন মুমিনুলরা
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১, ২৩:৫১
ঘরের মাঠে দুই ফরম্যাটেই পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর বুধবার (৮ ডিসেম্বর) মাধ্য রাতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে বিমানে চড়েছেন ক্রিকেটাররা। শুক্রবার (১০ ডিসেম্বর) ভোরে অকল্যান্ডে পৌঁছেছে মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ টেস্ট দল।
বিসিবির সূত্রে জানা গেছে, ঢাকা থেকে দুবাই হয়ে অকল্যান্ড গেছে বাংলাদেশ দল। শুক্রবার ভোর পৌনে ৫টায় নিউজিল্যান্ডে নামবেন মুমিনুলরা। তখন স্থানীয় সময় হবে ১০ ডিসেম্বর বেলা পৌনে ১২টা।
অকল্যান্ডে নেমেই বাধ্যতামূলক চারদিনের রুম কোয়ারেন্টিনে থাকবে পুরো দল। পরে করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে কোয়ারেন্টিন সেন্টারে থেকেই চলবে অনুশীলন। তারপর সিরিজের মূল লড়াইয়ে নামার আগে কন্ডিশনে মানিয়ে নেওয়ার অংশ হিসেবে দুই দিনের দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন মুমিনুলরা। যেখানে প্রথমটি নিজেদের মধ্যে এবং দ্বিতীয়টি স্থানীয় একাদশের বিরুদ্ধে।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে মাউন্ট মঙ্গানুইয়ে ১ জানুয়ারি শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ৯ জানুয়ারি।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: বাংলাদেশ নিউজিল্যান্ড
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।