ধোনির ১৮০০ রুপি নিয়ে ঝাড়খণ্ডে তুলকালাম

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২০, ১৬:১৬

স্পোর্টস ডেস্ক:

ইতিবাচক কিংবা নেতিবাচক, প্রতিনিয়ত খবরের শিরোনামে পরিণত হওয়া মাহেন্দ্র সিং ধোনির জন্য নতুন কিছু না।  তবে এবার ভিন্নধর্মী খবরের শিরোনাম হয়েছেন ঝাড়খণ্ড থেকে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা একমাত্র ক্রিকেটার।  ভারতীয় ক্রিকেটে অবদানের স্বীকৃতি হিসেবে গতবছর ধোনিকে ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জেএসসিএ) আজীবন সদস্য করা হয়।  কিন্তু এই অ্যাসোসিয়েশনের কাছে ১৮০০ রুপি ঋণ রয়েছে ধোনির সম্প্রতি এমন খবরে জামশেদপুরে চলছে তোলপাড়।

ধোনির ঋণ শোধ করার জন্য সাবেক ক্রিকেটার ও সংগঠক শেষ নাথ পাঠকের ছাত্র ও ধোনি ভক্তরা ১৮০০ রুপি সংগ্রহ করা শুরু করে।  এজন্য একটি চেক বানিয়ে সেটি ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনে জমা দিলেও, তা গৃহীত হয়নি।  জেএসসিএ’র আর্থিক ও অন্যান্য অসঙ্গতির বিষয়ে সবসময় সরব থাকেন শেষ নাথ। একারণেই মূলত ধোনির বাকি থাকা ১৮০০ রুপির একটা বিহিত করার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু কেনো এই চেক গৃহীত হয়নি, তা বলতে পারছেন না শেষ নাথ। তার ভাষ্য, ‘তারা আমাদের চেক গ্রহণ করেনি।  তবে বলেছে আমরা পোস্টের মাধ্যমে এটি পাঠাতে পারতাম।’

গত জুলাইয়ে হওয়া জেএসসিএ’র বার্ষিক রিপোর্টে দেখা গিয়েছিল ধোনির নামের পাশে বাকির ঘরে লেখা রয়েছে ১৮০০ টাকা। এই টাকা কোন খাতে ধোনির কাছে পাওনা, সেটি উল্লেখ ছিল না। তবে পরে জানা গেছে, জেএসসিএ’র আজীবন সদস্যদের ফি ১০ হাজার রুপি এবং এর সঙ্গে জিএসটি (গুড এন্ড সার্ভিসেস ট্যাক্স) দিতে হয় আরও ১৮০০ রুপি।  যা ধোনিকেই দিতে হবে।

ধোনি বর্তমানে আইপিএল খেলতে আরব আমিরাতে অবস্থান করছেন। তবে ১৮০০ রুপি বাকি থাকার ব্যাপারে পুরো বিষয়টি তিনি অবগত আছেন।  এ ব্যাপারে জেএসসিএ সেক্রেটারি বলেন, ধোনিকে তার বাকি থাকা অর্থের ব্যাপারে জানানো হয়েছে।’

এদিকে ঝাড়খণ্ড থেকে পাওয়া খবর অনুযায়ী, জেএসসিএ’র এক প্রতিনিধি রাঁচিতে ধোনির বাড়িতে ১০ হাজার রুপির একটি চেক সংগ্রহ করতে গিয়েছিলেন। যদিও জিএসটিসহ এই অর্থের পরিমাণ হওয়া উচিৎ ছিল ১১ হাজার ৮০০ রুপি।  তবে জেএসসিএ’র প্রতিনিধিরা ১১ হাজার ৮০০ রুপির কথা বললে এমন সমস্যা হতোনা বলে দাবি ধোনি ভক্তদের।
এনএফ৭১/এমকে/২০20



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top