জরিমানা গুনতে হবে ইংলিশ ক্রিকেটারদের
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২১, ০৫:২৫
ইংল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। স্লো ওভার রেটের কারণে ইংল্যান্ডকে জরিমানা করেছে আইসিসি।
ব্রিসবেন টেস্টে নির্ধারিত সময়ের চেয়ে পাঁচ ওভার পিছিয়ে ছিল ইংল্যান্ড। নিয়ম অনুযায়ী, প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়। সেই অনুযায়ী জো রুটের দলকে তাদের ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। এ ছাড়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল থেকেও ইংল্যান্ডের ৫ পয়েন্ট কেটে রাখা হয়েছে।
একই সাথে জরিমানা গুনতে হচ্ছে, ম্যাচের একমাত্র সেঞ্চুরিয়ান হেডকেও। অশোভন ভাষা ব্যবহারের জন্য তাকে জরিমানা করা হয়েছে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৭৭তম ওভারে বেন স্টোকসের একটি বল খেলতে পরাস্ত হয়ে মেজাজ হারান হেড। তখনই তিনি অশোভন ভাষা ব্যবহার করেন। ফলে তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
ব্রিসবেনে প্রথম টেস্টে ওয়ানডে মেজাজে ব্যাটিং করেন হেড। ১৫২ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। তার ইনিংসটি সাজানো ছিল ১৪টি চার ও চারটি ছক্কায়। ম্যাচ সেরার পুরস্কারও ওঠে তার হাতে।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: ইংল্যান্ড অস্ট্রেলিয়া
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।