শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

করোনায় আক্রান্ত উইন্ডিজের তিন ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২১, ০০:৫৫

করোনায় আক্রান্ত উইন্ডিজের তিন ক্রিকেটার

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সোমবার (১৩ ডিসেম্বর) পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে উইন্ডিজ ক্রিকেট দল। সিরিজ শুরুর আগে দুঃসংবাদ পেয়েছে ক্যারিবীয়রা। করোনাভাইরাস টেস্ট করার পর দলের তিন ক্রিকেটারসহ চারজনের আক্রান্তের খবর মিলেছে।

শনিবার (১১ ডিসেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড।

করোনাভাইরাসে আক্রান্তরা হলেন- বাঁহাতি পেসার শেলডন কটরেল, অলরাউন্ডার রোস্টন চেস, ব্যাটসম্যান কাইল মেয়ার্স এবং টিম ম্যানেজমেন্টের একজন নন-কোচিং সদস্য। বর্তমানে তারা আইসোলেশনে আছেন। ১০ দিন পিসিআর টেস্টে নেগেটিভ ফল আসা সাপেক্ষে দলের সঙ্গে যোগ দিতে পারবেন তারা।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top