ক্যারিবীয়দের বিপক্ষে সহজ জয় বাবর আজমদের
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২১, ০০:৫৮
মোহাম্মদ হাফিজ এবং শোয়েব মালিককে ছারাই ওয়েস্ট ইন্ডিজকে সহজে হারিয়েছে পাকিস্তান। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজকে ১৯ ওভারে ১৩৭ রানে অলআউট করে দিয়ে ৬৩ রানে ম্যাচ জিতে নিয়েছে পাকিস্তান।
সিরিজের শুরুতেই দুর্দান্ত রেকর্ড গড়লেন বাবর আজমরা। এই ম্যাচ দিয়ে চলতি বছরে এই নিয়ে মোট ১৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে জয় তুলে নেন বাবর আজমরা। একটি ক্যালেন্ডার বর্ষে কোনও দলের সবথেকে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ জয়ের নতুন রেকর্ড এটি। আগের রেকর্ডও ছিল পাকিস্তানের নামে। তারা ২০১৮ সালে মোট ১৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ জিতেছিল।
টস জিতে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরান। ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২০০ রান তোলে। বাবর আজম শূন্য রানে আউট হন। মোহাম্মদ রিজওয়ান দলের হয়ে সবচেয়ে বেশি ৭৮ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৯ ওভারে ১৩৭ রানে অল-আউট হয়ে যায়। শাই হোপ ৩১, নিকোলাস পুরান ১৮, রোভম্যান পাওয়েল ২৩ ও শেফার্ড ২৪ রান করেন। মোহাম্মদ ওয়াসিম ৪০ রানে ৪টি উইকেট দখল করেন।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।