বাংলাদেশ নারী ক্রিকেট বিশ্বকাপের সূচি প্রকাশ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২১, ০৪:৫৩
২০২২ সালের মার্চে নিউজিল্যান্ডে শুরু হবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। বুধবার (১৫ ডিসেম্বর) তারই সূচি ঘোষণা করেছে আইসিসি।
আট দলের এই টুর্নামেন্টে সব দল একে অপরের বিপক্ষে লড়বে রাউন্ড রবিন পদ্ধতিতে। শীর্ষ চার দলকে নিয়ে হবে সেমিফাইনালের লড়াই। ৪ মার্চ শুরু হয়ে টুর্নামেন্টটি মাঠে গড়াবে ৩ এপ্রিল পর্যন্ত। ছয়টি শহরে চলবে খেলা। ডানেডিন, তরাঙ্গা, অকল্যান্ড, ক্রাইস্টচার্চ, ওয়েলিংটন ও হ্যামিল্টনে হবে ম্যাচগুলো।
বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচটা খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে, ৭ মার্চ সেই ডানেডিনেই হবে সে লড়াই। এর ছয় দিন পর ১৪ মার্চ পাকিস্তানের বিপক্ষে, ১৮ মার্চ উইন্ডিজের বিপক্ষে, ২২ মার্চ ভারতের বিপক্ষে, ২৫ মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে ও ২৭ মার্চ ইংলিশদের বিপক্ষে লড়বে বাংলাদেশ।
উল্লেখ্য, এই বিশ্বকাপেই প্রথমবারের মতো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।