পাওয়ার হিটিং কোচ নিয়োগ দিচ্ছে পাকিস্তান
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২১, ০০:৪৫
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিততে না পারলেও বেশ ভালো খেলেছে পাকিস্তান। প্রতিটি ম্যাচেই তাদের ব্যাটারদের ব্যাটে চার-ছক্কার ফুলঝুড়ি দেখা গেছে। এর মধ্যে গ্রুপ পর্বে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে পাওয়ার হিটিং দিয়ে পাকিস্তানকে জয় এনে দেন মিডল অর্ডার ব্যাটার আসিফ আলি।
তাইতো দলের বিপর্যয়ের মুহূর্তে যেন পাওয়ার হিটাররা ম্যাচ জেতাতে পারেন, সে জন্য বিশেষজ্ঞ কোচ নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে তারা।
তবে জাতীয় দলের জন্য নয়। মূলত হাই পারফরম্যান্স সেন্টারে থাকা ক্রিকেটারদের জন্যই পাওয়ার হিটিং কোচ খুঁজছে পিসিবি। তরুণরা যেন আগে থেকেই মারকুটে ব্যাটিংয়ের সঙ্গে নিজেদের মানিয়ে নেন, সে জন্যই পিসিবির এ উদ্যোগ।
নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোচিংয়ে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের সময়সীমা আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত। এছাড়া হাই পারফরম্যান্স সেন্টারের জন্য ব্যাটিং ,বোলিং ও ফিল্ডিং কোচও নেবে পিসিবি।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।