টেস্টের অভিজাত তালিকায় জো রুট
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২১, ০৩:১৩
২০২১ সালে টেস্টে এখন পর্যন্ত জো রুটের রান ১৬০৬। যা এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তাকে চতুর্থ স্থানে জায়গা করে দিয়েছে। চলতি বছর ১৪ টেস্ট খেলে ৬৪.২৪ গড়ে এই রান সংগ্রহ করেছেন রুট। সেঞ্চুরি করেছেন ৬টি এবং সর্বোচ্চ স্কোর ২২৮ রান।
এবার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে রুট ছাড়িয়ে গেলেন ভারতের দুই কিংবদন্তি সুনীল গাভাস্কার ও শচীন টেন্ডুলকারের রেকর্ডকেও। ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ককেও।
ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে ইতোমধ্যে ৩৭টি অর্ধশত রান করেছেন জো রুট। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন সাবেক অধিনায়ক অ্যালেস্টার কুক। তিনি ৩৬টি অর্ধশত রান করেছিলেন। চলতি বছরে চলমান অ্যাশেজ সিরিজে আরও ৩টি ইনিংস খেলার সুযোগ পাবেন জো রুট।
এর আগে, এক পঞ্জিকাবর্ষে ২০০২ সালে ইংল্যান্ডের মাইকেল ভন ১,৪৮১ রান করেছিলেন। গেল ১৮ বছর ধরে সেটা ছিল এক বছরে ইংল্যান্ডের ক্রিকেটারদের করা সবচেয়ে বেশি রান। অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮৯ রানের ইনিংস খেলে ভনকে ছাড়িয়ে যান বর্তমান অধিনায়ক জো রুট।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।