সোমবার বাড়ি ফিরবেন ওমিক্রন আক্রান্ত ২ নারী ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২১, ০০:৪৩

সোমবার বাড়ি ফিরবেন ওমিক্রন আক্রান্ত ২ নারী ক্রিকেটার

ওমিক্রন আক্রান্ত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্য প্রায় ২০ দিন কোয়ারেন্টাইনে থাকার পর বাড়ি ফেরার সনদ পেয়েছেন। রবিবার (১৯ ডিসেম্বর) করা সবশেষ করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ প্রমাণিত হয়েছেন দুজনই। সোমবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টায় তারা হাসপাতাল ছাড়বেন বলে জানা গেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উইমেন উইংয়ের ম্যানেজার তৌহিদ মাহমুদ বললেন, ওমিক্রন আক্রান্ত নারী ক্রিকেটার দুজনের গতকাল মেডিক্যাল টেস্ট হয়েছে। দুজনের করোনাভাইরাস রেজাল্ট নেগেটিভ এসেছে। তারা এখন সম্পূর্ণ সুস্থ। আজই নিজ নিজ বাড়ি ফিরে যাবেন।

এর আগে, ১ ডিসেম্বর বিশ্বকাপ বাছাই পর্ব খেলে দেশে ফেরে নারী দল। শুরুতে ৫ দিনের কোয়ারেন্টাইনে নেওয়া হয় তাদের। সেখানেই দুই ক্রিকেটারের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। পরে পরীক্ষায় ধরে পড়ে ওমক্রন। পরে দুই ক্রিকেটার রাজধানীর অভিজাত একটি হোটেলে আইসোলেশন শুরু করেন। বিজয় দিবসের প্রাক্বালে তাদের নেওয়া হয় রাজধানীর মুগদা হাসপাতালে। সেখানে দুজনই করোনা নেগেটিভ হয়েছেন ১৯ ডিসেম্বর।

এনএফ৭১/এমএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top