ইংল্যান্ডকে হারিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে অজিরা
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২১, ০৫:১৯
অ্যাডিলেইডে চলতি অ্যাশেজ সিরিজের দিবারাত্রির টেস্টে স্বাগতিক ইংল্যান্ডকে ২৭৫ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। দুই ইনিংস ব্যাটিং করেও অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৪৭৩ রানের সমান করতে পারেনি ইংল্যান্ড। প্রথম ইনিংসে ২৩৬'র পর দ্বিতীয় ইনিংসে তারা থেমেছে ১৯২ রানে।
ম্যাচটি জিততে ইংল্যান্ডের সামনে লক্ষ্য ছিল ৪৬৮ রানের। যা করতে হলে গড়তে হতো ইতিহাস। কিন্তু রবিবার (১৯ ডিসেম্বর) মাত্র ৮২ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। ফলে চোখরাঙানি দিতে থাকে পরাজয়।
সোমবার (২০ ডিসেম্বর) শেষদিনে দিবা-রাত্রির টেস্টটি জয়ের জন্য ইংল্যান্ডের করতে হতো ৩৮৬ রান। হাতে ছিল চার উইকেট। চা বিরতির পর পর্যন্ত খেললেও ইংল্যান্ড শেষ অবধি অলআউট হয়ে গেছে ১৯২ রানে। ২৭৫ রানের বড় ব্যবধানের জয়ে সিরিজে ২-০তে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার পক্ষে একাই ৫ উইকেট নিয়েছেন ঝাই রিচার্ডসন। এছাড়া নাথান লিয়ন ও মিচেল স্টার্কের শিকার ২টি করে উইকেট। ম্যাচের দুই ইনিংসে ১০৩ ও ৫১ রানের ইনিংস খেলার সুবাদে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার টপঅর্ডার ব্যাটার মার্নাস লাবুশেন।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: ইংল্যান্ড অস্ট্রেলিয়া ashes
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।