টেস্টে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান এখন লাবুশেন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১, ০৫:০৫

টেস্টে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান এখন লাবুশেন

বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান এখন লাবুশেন। চলতি বছরের আগস্ট থেকে শীর্ষে থাকা জো রুটকে ছাড়িয়ে লাবুশেন উঠেছেন সবার উপরে।

প্রথমবারের মতো আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন তিনি। নবম অস্ট্রেলিয়ান হিসেবে ছাড়িয়েছেন ৯০০ পয়েন্টের মাইলফলকও। তালিকায় প্রথম নামটা ছিল স্যার ডন ব্র্যাডম্যানের, এরপর রিকি পন্টিং, ম্যাথু হেইডেন, স্টিভ স্মিথ, মাইকেল ক্লার্করাও গড়েছিলেন এমন কীর্তি।

চলতি অ্যাশেজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ১০৩ ও দ্বিতীয় ইনিংসে ৫১ রান করেন লাবুশেন। ইংল্যান্ডকে ২৭৫ রানে হারানোর ম্যাচটিতে পেয়েছেন সেরা খেলোয়াড়ের পুরস্কারও। রুট ব্যাটিংয়ে শীর্ষস্থান হারালেও প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের সেরা দশে।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top