বিপিএলের প্রাইজমানি ১ কোটি টাকা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১, ০৫:৪৪

বিপিএলের প্রাইজমানি ১ কোটি টাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের জন্য আনুষ্ঠানিকভাবে ৬টি ফ্রাঞ্চাইজির নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সঙ্গে জানানো হয়েছে চ্যাম্পিয়ন আর রানার্সআপ দলের প্রাইজমানি। নির্ধারণ করা হয়েছে খেলোয়াড়দের তালিকা আর ভেন্যু। তবে ড্রাফটের তারিখ এখনো নির্ধারিত হয়নি। সঙ্গে উদ্বোধী অনুষ্ঠান নিয়েও আছে শঙ্কা।

বুধবার (২২ ডিসেম্বর) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বললেন, ‘এখন পর্যন্ত ৬টি দল প্রায় চূড়ান্ত। এই দলগুলোকে আমরা কিছু শর্ত দিয়েছি, যেমন- টাকা জমা দেওয়া, পার্টিসিপেশন মানি জমা দেওয়া। দুই-একদিনের মধ্যে যারা দিয়ে দিবে তাদের আমরা গ্রহণ করে নেব। না হলে আমাদের আরও ২-৩টি আগ্রহী ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলা আছে, মানে ব্যাকআপ আছে। এই ছয়টির মধ্যে ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও কুমিল্লা আছে। এই ছয়টি দলকে নিয়ে আয়োজন করার ব্যাপারে ঠিক করেছি।’

প্লেয়ার্স ড্রাফটসম্যান প্রসঙ্গে তিনি বলেন, ‘প্লেয়ার্স ড্রাফটের জন্য দুটি তারিখ কথা বলে রেখেছি। একটি ২৭ ডিসেম্বর, নাহলে ৩-৫ জানুয়ারি। ড্রাফটের বাইরে একজন স্থানীয় খেলোয়াড় ও ৩ জন বিদেশি খেলোয়াড় নিতে পারবে।’

বিপিএল জানুয়ারি মাসের ২০ তারিখ শুরু করে ফেব্রুয়ারি মাসের ২০ তারিখ শেষ করার ভাবনা বোর্ডের। ভেন্যু হিসেবে ঢাকার পাশাপাশি থাকছে চট্টগ্রাম ও সিলেট। তবে উদ্বোধনী নিয়ে আছে শঙ্কা। বিজয়ী দলের প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ১ কোটি টাকা।

এনএফ৭১/এমএ/২০২১

 



বিষয়: বিপিএল bpl


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top