অ্যাঞ্জিওপ্লাস্টি করা হলো পাক ওপেনার আবিদের
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২১, ০০:৫৭
পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট কায়েদে আজম ট্রফিতে খেলার সময় বুকে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন আবিদ। ডাক্তারি পরীক্ষার পর দেখা গেছে, হৃদ্রোগে ভুগছেন তিনি। সে সমস্যা কাটিয়ে উঠতে এবার তাকে যেতে হলো অ্যাঞ্জিওপ্লাস্টির মধ্য দিয়ে। এর ফলে আপাতত সুস্থ আছেন আবিদ আলি।
হাসপাতালে যাওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে, আবিদের করোনারি আর্টারিতে ব্লক আছে। তা সারাতেই আর্টারিতে স্টেন্ট বসানো হয়েছে বুধবার (২২ ডিসেম্বর)। এরপর থেকে তাকে করাচির হাসাপাতালে ইন্টেন্সিভ কেয়ারে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে যেমন বলা হয়েছিল, কার্ডিওলজিস্টের পক্ষ থেকে আবিদ আলির প্রতি মুহূর্তের শারীরিক অবস্থা জানানো হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের মেডিক্যাল দলকে।
৩৪ বছর বয়সী আবিদ আলি এই ব্যাটার খাইবার পাখতুনের হয়ে নয় হাজারেরও বেশি রান করেছেন পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটে। চলতি মৌসুমের শুরুতে তিনি নাম লেখান সেন্ট্রাল পাঞ্জাব দলে।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।