বাংলাদেশের বিপক্ষে নেই উইলিয়ামসন
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২১, ০১:১৮
চলতি বছর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল নিউজিল্যান্ড ক্রিকেট দল। যেখানে ছিলেন না অধিনায়ক কেইন উইলিয়ামসনসহ নিয়মিত তারকারা। এবার ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলবেন না উইলিয়ামসন।
তার জায়গায় অধিনায়কত্ব করবেন বাঁহাতি ওপেনিং ব্যাটার টম লাথাম। মূলত ভারত সফরে পাওয়া চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন উইলিয়ামসন। ফলে দলের সেরা ব্যাটারকে ছাড়াই বাংলাদেশের মুখোমুখি হবে কিউইরা।
মুম্বাইয়ে ভারত সফরের দ্বিতীয় টেস্টে উইলিয়ামসনের জায়গায় দায়িত্ব পালন করেছিলেন লাথাম। তবে এবারই প্রথমবারের মতো পুরো সিরিজের জন্য দায়িত্ব পালন করতে চলেছেন ২৯ বছর বয়সী লাথাম।
দুই ম্যাচের জন্য ঘোষিত ১৩ সদস্যের স্কোয়াডে একমাত্র স্পিনিং অপশন অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। টি-টোয়েন্টি বিশ্বকাপে হাতের ইনজুরিতে ছিটকে যাওয়া ডেভন কনওয়েকে ফেরানো হয়েছে দলে। তবে অবাক করার মতো বিষয় হলো, মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ইতিহাস গড়ে ইনিংসে ১০ উইকেট নিলেও এই সিরিজে দলে জায়গা হয়নি স্পিনার অ্যাজাজ প্যাটেলের।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।