বিপিএল-২০২১
বিপিএলে বদলে যাচ্ছে ঢাকার দলের মালিকানা
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১, ০১:৪৩
বিপিএলে মালিকানা হারালেন ঢাকার ফ্র্যাঞ্চাইজি রুপা ফেব্রিকস ও মার্ন স্টিল। শর্ত পূরণ না করার কারণে এই ফ্র্যাঞ্চাইজি বদলে ফেলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেরাই এখন ঢাকার দলটি সামলাতে পারে। সেখানে খেলতে পারেন ড্রাফটে এ ক্যাটাগরিতে থাকা তামিম ইকবাল। ইতোমধ্যে দলটির সঙ্গে যুক্ত হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
এর আগে, ২২ ডিসেম্বর দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে রুপা ফেব্রিকস ও মার্ন স্টিলকে ঢাকার মালিকানাপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু শর্ত পূরণ না করায় মালিকানা বদলে ফেলছে বিসিবি। নির্ধারিত সময়ে পে-অর্ডার দিতে না পারায় এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
উল্লেখ্য, এবারের বিপিএলে অংশ নেবে ৬ দল— বরিশাল (ফরচুন শুজ), চট্টগ্রাম (ডেল্টা স্পোর্টস), কুমিল্লা (কুমিল্লা লেজেন্ডস), খুলনা (মাইন্ড ট্রি) ও সিলেট (প্রগতি গ্রিন অটো রাইস মিলস)।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: বিপিএল রুপা ফেব্রিকস মার্ন স্টিল bpl
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।