২৬৭ রানেই গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১, ০১:৫৯

২৬৭ রানেই গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া

ব্রিজবেনে অ্যাশেজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড অলআউট হয় মাত্র ১৮৫ রানে। তবে ইংল্যান্ডের হয়ে জেমস অ্যান্ডারসন, মার্ক উড, ওলি রবিনসনরা অনেক বেশি এগিয়ে যেতে দেননি অসিদেরও। নিজেদের প্রথম ইনিংসে ২৬৭ রানেই গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া। তারা এগিয়ে আছে ৮২ রানে।

শুরুটা ভালোই করেছিলো অস্ট্রেলিয়া। ১ উইকেটে ৬১ রান ছিল তাদের। আগের দিন আউট হয়েছিলেন ডেভিড ওয়ার্নার (৩৮)। আরেক ওপেনার মার্কাস হ্যারিস অপরাজিত ছিলেন ২০ রানে।

সেই হ্যারিসই শেষ পর্যন্ত দলের পক্ষে সর্বোচ্চ ইনিংসের মালিক। তিনি একটা প্রান্ত ধরে না রাখলে লিড নেওয়া কঠিন হয়ে যেতো স্বাগতিকদের। পরের ব্যাটসম্যানরা কেউ যে ত্রিশের ঘরও ছুঁতে পারেননি।

দলীয় ১৮০ রানের মাথায় ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন হ্যারিস। ১৮৯ বলে ৭ বাউন্ডারিতে ৭৬ রান করা অসি ওপেনারের উইকেটটি নেন জেমস অ্যান্ডারসন। এছাড়া ট্রাভিস হেড ২৭, প্যাট কামিন্স করেন ২১ রান। মিচেল স্টার্ক ২৪ রানে অপরাজিত থাকেন।

ইংলিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল অ্যান্ডারসন। ৩৩ রানে বর্ষীয়ান এই পেসারের শিকার ৪ উইকেট। ওলি রবিনসন আর মার্ক উড নেন দুটি করে উইকেট।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top