বৃহঃস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

মাঠেই প্রমাণ করবে কুমিল্লা: নাফিসা কামাল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২১, ০১:১৩

মাঠেই প্রমাণ করবে কুমিল্লা: নাফিসা কামাল

সবশেষ ২০১৯ সালের বিপিএলে আসরে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চ্যাম্পিয়ন দল হওয়ায় সোমবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফটে আলোটা ছিল ভিক্টোরিয়ান্সের দিকেই।

ড্রাফটের আগে টি-২০-এর বড় তারকা সুনীল নারিন, ফাফ ডু প্লেসিস, মঈন আলি ও দেশি খেলোয়াড়দের মধ্যে মুস্তাফিজুর রহমানকে কিনে চমক দেখায় তারা। কিন্তু ড্রাফটে তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা এবং ড্রাফটের আগে মাহমুদউল্লাহ রিয়াদসহ তিন সিনিয়র খেলোয়াড়কে দলে ভিড়িয়ে লাইমলাইট কেড়ে নেয় ঢাকা। তাতে কিছুটা হলেও আড়ালে পড়ে যায় ভিক্টোরিয়ান্স। তবে তা নিয়ে মাথা ঘামাচ্ছেন না ভিক্টোরিয়ান্সের স্বত্বাধিকারী নাফিসা কামাল। বরং মাঠের লড়াইয়েই প্রমাণ করতে চান লাইমলাইট কোথায় থাকবে।

ড্রাফট শেষে নাফিসা বলেন, ‘দল নিয়ে আমাদের যা প্রত্যাশা ছিল, তার ৮০ শতাংশ আমরা করতে পেরেছি। আমরা মাঠেই প্রমাণ করে দেব লাইমলাইট কোথায় থাকবে।’

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top