যুব এশিয়া কাপ: টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২১, ০০:৪১
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ মুখোমুখি হতে যাচ্ছে শক্তিশালী ভারতের। টস জিতে ভারতের বিপক্ষে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
বর্তমান পারফরম্যান্সের বিচারে যুব এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশকেই ফেভারিটই বলা যায়। ৮ দলের এই টুর্নামেন্টে শুরুটা হয় গ্রুপ পর্ব দিয়ে। ভারত গ্রুপ ‘এ’ রানার্সআপ হলেও গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন হয়েই নাম লেখায় বাংলাদেশ।
প্রথম ম্যাচে প্রান্তিক নওরোজ নাবিলের সেঞ্চুরিতে (১২৭*) নেপালকে ১৫৪ রানে হারায় যুবা টাইগাররা। দ্বিতীয় ম্যাচে মাহফিজুলের সেঞ্চুরিতে (১১২) পাত্তাই পায়নি কুয়েত, হারে ২২২ রানে। তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা মাঠে গড়ালেও আম্পায়ারের করোনা পজিটিভ ধরা পড়ায় মাঝপথেই পরিত্যক্ত হয় খেলা। এদিকে, দিনের অন্য সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।
উল্লেখ্য, এর আগের আসরে ভারতকে হারিয়ে প্রথমবারের মত যুব বিশ্বকাপের শিরোপা জয়ের স্বাদ পায় বাংলাদেশ।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।