ফাইনালে উঠতে হলে বাংলাদেশের টার্গেট ২৪৪ রান
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২১, ০৫:০৪
যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ২৪৪ রানের টার্গেট দিয়েছে ভারত অনূর্ধ্ব-১৯ দল। প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৩ রান করে ভারত।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) শারজায় টস জিতে ফিল্ডিং নিয়ে নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতের লাগাম টেনে ধরেছিল বাংলাদেশ। ১৯৩ রানের মধ্যে তাদের ৮ উইকেট তুলে নেয় বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু নবম উইকেটে শেষ পাঁচ ওভারে শাইক রশীদ ও ভিকি ওস্টওয়ালের ৫০ রানের অবিচ্ছিন্ন জুটিতে চ্যালেঞ্জিং স্কোর করে ভারত।
ইনিংস সেরা অপরাজিত ৯০ রান করেন রশীদ ১০৮ বলে ৩ চার ও ১ ছয়ে। ১৮ বলে ৩ চারে ২৮ রানে অপরাজিত ছিলেন ভিকি। এর আগে অধিনায়ক যশ ধুল ২৬ ও রাজ বাওয়া ২৩ রানের উল্লেখযোগ্য ইনিংস খেলেন।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন অধিনায়ক রাকিবুল হাসান। একটি করে পান তানজিম হাসান সাকিব, নাঈমুর রহমান, এসএম মেহরব ও আরিফুল ইসলাম।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।