করোনায় আক্রান্ত অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান হেড

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২২, ০০:৩৪

করোনায় আক্রান্ত অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান হেড

অ্যাশেজ সিরিজে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সাপোর্ট স্টাফ, কোচ, ম্যাচ রেফারি। এবার তাদের পর কোভিড ধরা পড়ল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ট্র্যাভিস হেডের। তিনি করোনা টেস্টে পজিটিভ হয়েছেন।

শুক্রবার (৩১ ডিসেম্বর) রুটিন পিসিআর টেস্ট করলে হেডের করোনা শনাক্ত হয়। দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রথম কেউ আক্রান্ত হলো প্রাণঘাতী ভাইরাসে। তাতে মেলবোর্ন থেকে সিডনির ফ্লাইটে উঠতে দেরি হয়ে গেছে স্বাগতিকদের। ৫ জানুয়ারির সিডনি টেস্ট খেলতে পারবেন না হেড।

ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র জানান, ‘আমাদের দৈনিক করোনা টেস্ট প্রক্রিয়ার অংশ হিসেবে খেলোয়াড়, তাদের পরিবার ও সাপোর্ট স্টাফদের পিসিআর টেস্ট করা হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে ট্র্যাভিসের পজিটিভ ফল এসেছে। ভালো খবর যে তার কোনো উপসর্গ নেই। আমরা আশা করছি হোবার্টে অ্যাশেজের পঞ্চম টেস্টে তিনি খেলতে পারবেন।’

এনএফ৭১/এমএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top