নিউজিল্যান্ডের বিপক্ষে চালকের আসনে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২২, ০০:৪৬

নিউজিল্যান্ডের বিপক্ষে চালকের আসনে বাংলাদেশ

টেস্টের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে লিড নিয়েছে বাংলাদেশে। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে দ্বিতীয় দিনের মত সোমবারও (৩ জানুয়ারী) দাপট ধরে রেখেছে টাইগাররা। নিউজিল্যান্ডকে ৩২৮ রানে গুটিয়ে দেওয়ার পর স্বাগতিকদের বিপক্ষে ৭৩ রানের লিড নিয়েছে মুমিনুল হকের দল।

তৃতীয় দিন শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ৬ উইকেটে ৪০১ রান। নিউজিল্যান্ডের থেকে ৭৩ রান এগিয়ে আছে টাইগাররা।

তৃতীয় দিনে শুরুতে জয় আউট হন ৭৮ রানে। পঞ্চম উইকেটে ৩১৭ বলে ১৫৮ রানের জুটি গড়েন মুমিনুল ও লিটন। পরে ৮৬ রান করে আউট হয়ে গেলেন লিটন। সেঞ্চুরি থেকে ১২ রান দূরে থাকতে টেস্ট অধিনায়ক এলবিডব্লিউ হন। রিভিউ নিয়েছিলেন। কিন্তু তাতেও কাজ হয়নি। অসাধারণ ইনিংসের শেষ হয় সেখানেই।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন নেইল ওয়েগনার ও ট্রেন্ট বোল্ট।

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top