• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়ে ক্রিকেট বিশ্বের প্রশংসা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২২, ২৩:৪৭

টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়ে ক্রিকেট বিশ্বের প্রশংসা

মাউন্ট মঙ্গাইনুয়ে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের মাটিতে ক্রিকেটে তিন ফরম্যাটে এটিই বাংলাদেশের প্রথম জয়। এই জয়ের পর ক্রিকেট বিশ্বের ক্রিকেটার, ধারাভাষ্যকার ও ক্রিকেট সংশ্লিষ্টরা অভিনন্দনে ভাসিয়েছেন টাইগারদের।

নিউজিল্যান্ডের মাটিতে সর্বশেষ ২০১১ সালে পাকিস্তান লাল বলে কিউইদের হারিয়েছিল। এছাড়া গত ১৭ ম্যাচ অপরাজিত থাকার পর নিউজিল্যান্ড বাংলাদেশের সঙ্গে টেস্টে হারল।

ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও বর্তমান আন্তর্জাতিক ক্রিকেট কোচ ইয়ান পন্ট টুইট করেন, এটি সত্যিকারের চিত্তাকর্ষক জয়! ২০১০ সালে ব্ল্যাকক্যাপসদের হারানোর সময় আমি বাংলাদেশ দলের অংশ ছিলাম। কিন্তু টেস্টে বিশ্ব চ্যাম্পিয়নদের নিজেদের মাটিতে হারানো বিশেষ কিছু। ওয়েল ডান টাইগার্স!

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার মাইকলে ভন বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে টুইট করেন, অসাধারণ বাংলাদেশ।

ভারতের সাবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ টুইট করেন, মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস রচনার জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন। ৮ উইকেটের জয় এবং নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয় প্রেরণার এবং অবিশ্বাস্য অর্জন। আমি নিশ্চিত এ জয় স্মরণীয় থাকবে অনেক দিন।

ভারতের সাবেক ক্রিকেটার আরপি সিং টুইট করেন, ২০২২ সালে টেস্ট ক্রিকেটের কি দারুণ শুরু! বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারাল। ভাবা যায় এক দশকের বেশি সময় নিউজিল্যান্ডের মাটিতে লাল বলে ভারত, শ্রীলঙ্কা এবং পাকিস্তান কোনো জয় দেখেনি। অভিনন্দন টাইগার্স।

নিউজিল্যান্ডের সাবেক পেসার ও ধারাভাষ্যকার ড্যানি মরিসন টুইট করেন, মনে রাখার মতো দিন। বাংলাদেশের জন্য জাদুকরি মুহূর্ত।

এছাড়া ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফর, ক্রিকেটার মুনাফ প্যাটেল, পার্থিব প্যাটেল, শ্রীলঙ্কার ওপেনার দিমুথ করুণারত্ম, ক্রিকেট লেখক মেলিন্ডা ফ্যারেল, ইএসপিএনক্রিকইনফোর এডিটর ইন চিফ সম্বিত বলসহ ক্রিকেট সংশ্লিষ্ট অনেকে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারও এক টুইটে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন।

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top