মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

মুরলিধরনের বিশ্বরেকর্ড ভাঙলেন অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২২, ০১:১০

মুরলিধরনের বিশ্বরেকর্ড ভাঙলেন অ্যান্ডারসন

সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমে শ্রীলংকার কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের একটি বিশ্বরেকর্ড ভেঙে দিলেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। দেশের হয়ে টানা ২০ বছরে অন্তত ১টি করে টেস্ট উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড গড়েছেন অ্যান্ডারসন।

বুধবার (৬ জানুয়ারি) একটিমাত্র উইকেট নেন অ্যান্ডারসন। প্রথম দিনে অসি ওপেনার মার্কাস হ্যারিসের উইকেট তুলে নেন তিনি। আর তাতেই মুরলির রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটের ইতিহাসে অনন্য এক নজির গড়েন এই ইংলিশ পেসার। আগে এই রেকর্ড ছিল লঙ্কান স্পিনার মুরলিধরনের। তিনি ১৯৯২ থেকে ২০১০ পর্যন্ত টানা ১৯ বছরে অন্তত ১টি করে টেস্ট উইকেট নিয়েছেন।

২০০৩ সালে টেস্ট অভিষেক ঘটে অ্যান্ডারসনের। সেই বছর থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতিবছর দেশের হয়ে টেস্ট ক্রিকেটে উইকেট নিয়েছেন জিমি।

মুরলির এই রেকর্ডটি নিজের করে নিলেও টেস্টে তার সর্বোচ্চ উইকেট শিকারের মাইলফলক থেকে অনেক দূরে অ্যান্ডারসন। টেস্টে মুরলির উইকেট সংখ্যা ৮০০। সেখানে এখন পর্যন্ত ১৬৯ ম্যাচ খেলে ৬৪০টি উইকেট ঝুলিতে ভরেছেন অ্যান্ডারসন। অর্থাৎ মুরলির মাইলফলক ছুঁতে এখনও ১৬০টি উইকেট নিতে হবে এই ইংলিশ পেসারের।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top