ক্রাইস্টচার্চে পৌঁছালো মুমিনুলরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২২, ০২:৩২

ক্রাইস্টচার্চে পৌঁছালো মুমিনুলরা

মাউন্ট মঙ্গানুইয়ে একদিন আগেই টাইগাররা পেয়েছে ঐতিহাসিক টেস্ট জয়। এক সাফল্যের পর মুমিনুলদের চোখ এবার দ্বিতীয় টেস্টে। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পরিকল্পনা টাইগারদের। সেই মিশনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে দল এখন ভেন্যু শহর ক্রাইস্টচার্চে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোরে নিউজিল্যান্ডের এই শহরটিতে পা রাখেন মুমিনুল-মুশফিকুর রহিমরা। এখানেই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে রবিবার (৯ জানুয়ারি), বাংলাদেশ সময় ভোর ৪টায়।

ক্রাইস্টচার্চে একদিনের বিশ্রাম করবে বাংলাদেশ দল। শুক্রবার (৭ জানুয়ারি) থেকে শুরু হবে অনুশীলন। দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিকোলাস লি জানালেন, বৃহস্পতিবার বিশ্রামেই কাটাবেন তারা।

দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিকোলাস লি বলেছেন, ‘প্রত্যেকের রিকভারি প্রক্রিয়াটা আলাদা হবে। প্রথম টেস্টে যারা শারীরিক চাপটা কম নিয়েছে, তাদের কাল কিছুটা বেশি পরিশ্রম করতে হতে পারে। ম্যাচের আগের দিন সবাইকে চাপমুক্ত রাখতে চাই।’

জয়ী দলটি নিয়ে ক্রাইস্টচার্চে নামতে পারছে না বাংলাদেশ দল। কারণ ইনজুরিতে ছিটকে গেছেন ওপেনার মাহমুদুল জয়। তার হাতে তিন সেলাই। নাঈম শেখ থাকছেন তার জায়গায় দলে।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top