স্টোকস-ব্যায়ারিস্টের ব্যাটে এগোচ্ছে ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২২, ০০:২০
চলতি অ্যাশেজ সিরিজে ইংলিশ ব্যাটারদের দুর্দশা কাটছেই না। টানা তিন হারে আগেই সিরিজ খোয়ানো ইংল্যান্ড সিডনিতে সিরিজের চতুর্থ টেস্টে ব্যাটিংয়ে নেমেও পড়েছে চরম বিপর্যয়ের মুখে। ৪ উইকেটে ৩৬ রান নিয়ে তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে গেছে জো রুটের দল।
উসমান খাজার ১৩৭ রানের চোখ ধাঁধানো ইনিংসে ভর করে ১৩৪ ওভারে ৮ উইকেটে ৪১৬ রান তুলে দ্বিতীয় দিনের শেষ সময়ে ইনিংস ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। অসিদের লক্ষ্য ছিল, দ্বিতীয় দিনেই ইংল্যান্ডের ২-১টা উইকেট তুলে নেওয়া।
তবে ওইদিন ৫ ওভার অনায়াসেই কাটিয়ে দেয় ইংল্যান্ড। বিনা উইকেটে ১৩ রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নামে সফরকারিরা। প্রথম কয়েকটা ওভার দেখেশুনেই খেলেছিলেন হাসিব হামিদ আর জ্যাক ক্রলি। কিন্তু বেশিক্ষণ স্বস্তি থাকেনি।
৩৯ বলে ৩ রান করা হাসিব হামিদকে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন মিচেল স্টার্ক। অধিনায়ক রুট আউট হন কোন রানের খাতা না খুলেই। তবে ইংল্যান্ডকে পথ দেখাচ্ছেন বেন স্টোকস এবং জনি বেয়ারস্টো।
শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৩৫ রান। স্টোকস ৫৩ এবং বেয়ারেস্টো ৪৫ রানে অপরাজিত রয়েছেন।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।