অ্যাশেজে জোড়া সেঞ্চুরি করলেন খাজা
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২২, ০১:৩৮
করোনাভাইরাসে আক্রান্ত ট্রাভিস হেডের পরিবর্তনে সিডনি টেস্টে সুযোগ পান উসমান খাজা। প্রায় আড়াই বছর পর ফিরেই জোড়া সেঞ্চুরি হাঁকালেন এই বাঁহাতি। সিডনিতে অ্যাশেজের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ১৩৭ রান করা পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত থাকেন ১০১ রান করে।
৮৭তম টেস্ট ক্রিকেটার হিসেবে একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির নজির গড়লেন খাজা। ২৪তম অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে উভয় ইনিংসে শতক হাঁকানোর কীর্তি দেখালেন তিনি।
হেডের অনুপস্থিতিতে সুযোগ পাওয়া খাজা দ্বিতীয় ইনিংসে শতক হাঁকান ওয়ানডে মেজাজে। ক্যারিয়ারের দশম শতক তুলে নিতে খেলেন মাত্র ১৩১ খেলে। যেখানে ১০টি চারের সঙ্গে ছক্কা মারেন ২টি। পরে অজিরা আগের ১২২ রানের সঙ্গে দ্বিতীয় ইনিংসে ২৬৫ রান যোগ করে ৩৮৭ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করলে ১০১ রান করে অপরাজিত থাকেন খাজা। এতে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ৩৮৮ রান।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: অ্যাশেজ উসমান খাজা ashes australia
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।