লাথাম-কনওয়ের জুটিতে রানের পাহাড় কিউইদের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২২, ০১:২৪

লাথাম-কনওয়ের জুটিতে রানের পাহাড় কিউইদের

ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টেস্টে সবুজ উইকেটে টস জিতে বোলিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক। ব্যাটিংয়ে নেমে প্রথম দিন শেষে ১ উইকেটেই ৩৪৯ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়ে ফেলেছে নিউজিল্যান্ড।

হ্যাগলি ওভালের সবুজ উইকেটে দুই পেসার তাসকিন আহমেদ আর শরিফুল ইসলাম শুরুটাও করেছিলেন দারুণ। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ৮ ওভারে মাত্র ২২ রান তুলতে পারে কিউইরা। কিন্তু পরবর্তীতে পুরো তিন সেশনে বোলাররা নিজেদের মেলে ধরতে পারেননি। হয়েছে ক্যাচ মিস, রানআউট মিসও হয়েছে। সেইসঙ্গে আবার রিভিউও বেশ কয়েকবার হতাশ করেছে বাংলাদেশকে।

কপাল বোধ হয় একেই বলে! দিনের শুরুর দিকেই এক ওভারে দুই-দুইবার বেঁচে গিয়েছিলেন টম লাথাম। যখন তার রান ছিল মাত্র ১৬। সেই লাথামই দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে ডাবল সেঞ্চুরির দ্বারপ্রান্তে।

দলীয় ১৪৮ রানে ওপেনার ইয়ং আউট হন শরীফুলের বলে ব্যক্তিগত ৫৪ রানে। লাথাম-কনওয়ে জুটি ২০১ রানে অবিচ্ছিন্ন থেকেই প্রথম দিন শেষ করেছে। লাথাম ১৮৬ রান নিয়ে ডাবল সেঞ্চুরির দিকে তাকিয়ে। সেঞ্চুরির দ্বারপ্রান্তে আছেন কনওয়ে। ৯৯ রানে অপরাজিত তিনি।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top