বিপিএলে থাকছে না ডিআরএস ও দর্শক প্রবেশের সুযোগ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২২, ০০:১৫
শুক্রবার (২১ জানুয়ারি) থেকে মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর অষ্টম আসর। তবে মহামারি করোনাভাইরাসের কারণে ২৯ দিনের এই আসরে দর্শক প্রবেশের সুযোগ থাকছে না। এমনকি থাকছে না ডিসিশন রিভিউ সিস্টেমও (ডিআরএস)।
এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘যেহেতু করোনা পরিস্থিতি খারাপের দিকে, সেহেতু সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জনসমাগম করা যাবে না। তাই আমাদেরকে দর্শক ছাড়াই টুর্নামেন্ট করতে হবে বায়োসিকিউর বাবলে। তবে, দেশের করোনা পরিস্থিতি যদি ভালো হয় তাহলে আবার দর্শক মাঠে এসে খেলা দেখতে পারবে।’
বিপিএলে ডিএসআর সরবরাহ করার কথা ছিল ভারতের একটি প্রতিষ্ঠানের। কিন্তু করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। সে কারণে বাংলাদেশে ডিআরএস অপারেটর নিয়োগ দিতে পারছে না হকআই। অনেক অপারেটর বাংলাদেশের করোনা পরিস্থিতির কথা ভেবে আসতেও চাচ্ছে না।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।