বিপিএল মাতাতে ঢাকায় আন্দ্রে রাসেল
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২২, ০৪:০৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে খেলতে ঢাকায় পৌঁছেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। তার সঙ্গে এসেছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার ইসুরু উদানা। দুজনে খেলবেন মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে দুজনে ঢাকায় পা রাখেন বলে নিশ্চিত করেছেন মিনিস্টার গ্রুপের মিডিয়া বিভাগের প্রধান কে এম জি কিবরিয়া।
মিনিস্টার ঢাকার হয়ে খেলছেন দেশের ক্রিকেটের তিন তারকা ক্রিকেটার তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফী বিন মোর্ত্তজা।
মিনিস্টার গ্রুপ ঢাকার স্কোয়াড:
মাহমুদউল্লাহ রিয়াদ, ইসুরু উদানা, কায়েস আহমেদ, নাজিবুল্লাহ জাদরান, তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি মুর্তজা, শুভাগত হোম চৌধুরী, মোহাম্মদ শাহজাদ, ফজল হক ফারুকী, নাঈম শেখ, আরাফাত সানি, ইমরান উজ জামান, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, শামসুর রহমান, ইবাদত হোসেন চৌধুরী, রিশাদ হোসেন ও আন্দ্রে রাসেল।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: বিপিএল আন্দ্রে রাসেল bpl andre russell
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।