জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে হার শ্রীলঙ্কার
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২২, ০০:১০
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে হেরেছে শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের ২২ রানে হারিয়েছে ক্রেইগ আরভিনের দল। এই জয়ে সিরিজে সমতা এনেছে সফরকারিরা।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) পাল্লেকেলেতে টস জিতে ব্যাট করতে নেমে ক্রেইগ আরভিনের ৯১ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ৩০২ রানের বড় সংগ্রহ দাঁড় করায় জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের টপ অর্ডার ব্যাটসম্যানরা প্রায় সবাই রান পেয়েছেন। উদ্বোধনী জুটিতে ৫৯ রান যোগ করেন তাকুদজওয়ানাশে কাইতানো ও রেজিস চাকাভা। এরপর শন উইলিয়মসের সঙ্গে ১০৬ রানের বড় জুটি গড়েন অধিনায়ক ক্রেইগ আরভিন।
শেষদিকে সিকান্দার রাজার ৪৬ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংসে তিনশোর্ধ্ব সংগ্রহ পেয়ে যায় জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার পক্ষে ৫১ রানে ৩টি উইকেট নেন জেফ্রে ভেন্ডারসে।
৩০৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৬৩ রানে ৪ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। সেখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক দাসুন শানাকা। বলতে গেলে একাই দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন। কিন্তু ৪৫তম ওভারে টেন্ডাই চাতারার বলে তিনি ফিরে গেলে কার্যত শেষ হয়ে যায় লঙ্কানদের আশা। ৭ চার ও ৪ ছক্কায় সাজানো ইনিংসটিতে শানাকা করেন ৯৪ বলে ১০২ রান। শেষপর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২৮০ রানে থামে শ্রীলঙ্কা।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: জিম্বাবুয়ে শ্রীলঙ্কা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।