শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

দর্শকশূন্য মাঠেই হবে বিপিএল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২২, ১৩:২০

দর্শকশূন্য মাঠেই হবে বিপিএল

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট পূর্ণ গ্যালারিভর্তি দর্শক নিয়েই আয়োজন করা হবে বলে আশা করা হয়েছিল।

কিন্তু বাঁধ সাধলো করোনাভাইরাসের নতুন ঢেউ। ওমিক্রনের প্রভাবে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। যে কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় তথা সরকারের সর্বোচ্চ মহল থেকে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সকলরকম সমাবেশ নিষিদ্ধ করার ঘোষণা এসেছে অনেক আগেই। তাই এবার দর্শকশূন্য স্টেডিয়ামেই হচ্ছে এবারের বিপিএল।

বিপিএলের গভর্নিং কাউন্সিল সদস্য সচিব ইসমাইল হায়দার চৌধুরী মল্লিক নিশ্চিত করেছেন এ খবর। তবে টুর্নামেন্ট চলাকালীন সময়ের মধ্যেই পরিবেশ-পরিস্থিতি অনুকূলে এবং সরকারের সংশ্লিষ্ট মহল থেকে সবুজ সংকেত পেলে দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার কথা ভাববে বিসিবি- এমনটাই জানিয়েছেন মল্লিক।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top