• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ে অলআউট মাত্র ৭০ রানে

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২২, ২২:৪৭

শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ে অলআউট মাত্র ৭০ রানে

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে শুক্রবার (২১ জানুয়ারি) মাঠে নামে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। আগে ব্যাট করে জিম্বাবুয়ের সামনে ৯ উইকেট হারিয়ে ২৫৪ রানের লক্ষ্য দেয় স্বাগতিক শ্রীলঙ্কা। জবাবে নেমে ২৪ ওভার ৪ বল ব্যাট করে মাত্র ৭০ রানে অলআউট হয়ে গেছে সফরকারীরা। ম্যাচ হেরেছে ১৮৪ রানের ব্যবধানে।

টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কাকে ৮০ রানের উদ্বোধনী জুটি এনে দেন পাথুম নিশাঙ্কা ও কুশাল মেন্ডিস। পরের দিকের ব্যাটসম্যানরা নিজেদের ইনিংস লম্বা করতে পারেননি। ৫৬ বলে ৫২ রান করা চারিথ আশালাঙ্কার ব্যাটে ভর করে ২৫৪ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা। জিম্বাবুয়ের পক্ষে ২ উইকেট নেন রিচার্ড এনগোরবা।

লঙ্কানদের জবাব দিতে নেমে শুরু থেকেই চাপে ছিল জিম্বাবুয়ে। ব্যক্তিগত সংগ্রহ দুই অঙ্কের কোটায় নিতে পেরেছেন কেবল দুজন। ২৩ বলে ১৯ রান করেন ইনিংস উদ্বোধনে নামা তাকুদজওয়ানাশে কাইতানো। ৪৬ বলে ১৫ রান আসে রায়ান বার্লের ব্যাটে।

জিম্বাবুয়ের আর কেউই নিজেদের সংগ্রহ দুই অঙ্কের ঘরে নিতে পারেননি। ৭০ রানেই অলআউট হয়ে যায় তারা।

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top