বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপের সেমিতে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২২, ০০:০৯

শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপের সেমিতে আফগানিস্তান

যুব বিশ্বকাপের সুপার লিগ সেমিফাইনালে নাম লিখিয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে এন্টিগায় শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৪ রানে হারিয়ে দিয়েছে তারা।

প্রথমে ব্যাট করতে নেমে ১৩৪ রানেই গুটিয়ে গিয়েছিল আফগানিস্তান। জবাব দিতে নেমে আফগান বোলারদের তোপে ৪৩ রান তুলতেই ৭ উইকেট হারায় লঙ্কানরা। এরপর কাছাকাছি গেলেও শেষ রক্ষা হয়নি তাদের। ১৩০ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস।

এতে যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় হয়ে গেছে শ্রীলঙ্কার। সুপার লিগের সেমিফাইনালে আফগানিস্তান লড়বে ইংল্যান্ডের বিপক্ষে।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top