অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
আয়ারল্যান্ড-জিম্বাবুয়ের ম্যাচে ৫.২ মাত্রার ভূমিকম্প!
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২২, ০০:২৬
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে শনিবার (২৯ জানুয়ারি) আয়ারল্যান্ড-জিম্বাবুয়ের ম্যাচে হঠাৎ কেঁপে উঠে ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভাল। জিম্বাবুয়ের ইনিংসের ষষ্ঠ ওভারে প্রায় ২০ সেকেন্ডের মতো চললো ভূমিকম্পের নড়াচড়া।
পরে জানা গেছে, ৫.২ মাত্রার ভূমিকম্প হয়েছে। উৎপত্তিস্থল ছিল স্টেডিয়ামের খুব কাছেই। ম্যাচটি সরাসরি সম্প্রচার হওয়ায় দর্শকরা ক্যামেরার নড়াচড়া দেখতে পেয়েছেন।
পূর্ব ক্যারিবিয়ানের ভূকম্পন গবেষণা কেন্দ্র ইউডব্লিউআই সাইসমিক রিসার্চ সেন্টারের মতে, এই ভূমিকম্প স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।
তবে খোলা মাঠে থাকায় জিম্বাবুয়ে কিংবা আয়ারল্যান্ডের কোনো খেলোয়াড়ই অনুভব করতে পারেননি কম্পনের তীব্রতা। আইরিশ দলের টিম টেক্টর ম্যাচ শেষে বলেন, ‘আমরা জানতামই না যে কিছু ঘটে গেছে। আমরা মাটিতে ছিলাম, সে কারণেই হয়তো আমরা কিছু বুঝতে পারিনি। ৫.২ মাত্রার ভূমিকম্প, অনেক বড় কিছু। তবে আমরা ম্যাচ চলার সময় মোটেও অনুভব করিনি সেটা।’
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।