গ্যালারিতে দর্শক না থাকায় হতাশ গেইল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২২, ০১:১৮

গ্যালারিতে দর্শক না থাকায় হতাশ গেইল

টি-টোয়েন্টির জন্য বড় বিজ্ঞাপনের নাম ক্রিস গেইল। যেখানে টি-টোয়েন্টি সেখানেই তার উপস্থিতি। বিপিএলেও তার শতভাগ উপস্থিতি। তবে এবারের বিপিএলে গ্যালারিতে দর্শক না পেয়ে নিজের হতাশা প্রকাশ করেছেন গেইল।

ব্রডকাস্টারকে দেওয়া সাক্ষাৎকারে গেইল বলেছেন, ‘গ্যালারিতে কোনো দর্শক না দেখে আমি সত্যিই হতাশ হয়েছি। এটা সত্যিই হতাশার।’ তবে কোভিড পরিস্থিতিতেও বিপিএল আয়োজন করায় খুশি ৪২ বছর বয়সী মারকুটে ব্যাটসম্যান, ‘এই আয়োজন দারুণ। শান্ত পরিস্থিতিতে ম্যাচ আয়োজন করায় মনে হচ্ছে ইনডোর গেমসে আছি। বাংলাদেশে ফিরে আসতে পেরে আমি খুশি। ভালো ক্রিকেট খেলার অপেক্ষায় আছি। ফরচুন বরিশালের অংশ হয়ে ভালো লাগছে।’

বরিশালের ৬ ম্যাচের ৫টিতেই খেলেছেন গেইল। তবে এখনও বড় রান করতে পারেননি। তার ব্যাট এখনও নিষ্প্রভ। ৫ ম্যাচে ২৩.৪০ গড়ে রান করেছেন ১১৭। বরিশাল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকায় গেইলের অফ ফর্ম খুব একটা প্রভাব পড়েনি। তবে ঠিক সময়ে জ্বলে উঠতে আশাবাদী তিনি।

তিনি আরও বলেন, টপ অর্ডারে ব্যাটিং করছি। উইকেটে শিশিরের কারণে কিছুটা সমস্যা হচ্ছে। অনেক দিন হলো এই ফরম্যাটে আমার সেঞ্চুরি নেই। আশা করছি সঠিক সময়ে সেরা পারফরম্যান্স বেরিয়ে আসবে। এখন গ্রুপ পর্যায়ে ছোট ছোট পারফরম্যান্স আপনাকে ম্যাচ জেতাচ্ছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। পরবর্তীতে সুযোগ পেলে সেরা চারের লড়াইয়ে গিয়ে বড় কিছু করতে হবে।’

‘তামিম ও লেন্ডল দারুণ ব্যাটিং করেছে। তামিম বিশ্বমানের একজন ব্যাটসম্যান। লেন্ডলও তাই। একই ম্যাচে দুজনের সেঞ্চুরি সত্যিই দারুণ কিছু। আমি নিজেও এমন কিছু করতে মুখিয়ে।’- যোগ করেন তিনি।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top