বিপিএলে ফিরছে ‘পূর্ণাঙ্গ’ ডিআরএস
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২২, ০৪:৩০
এবারের বিপিএলে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) রাখতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত করোনাভাইরাসের ঊর্ধ্বগতির কারণেই ডিআরএস রাখতে পারেনি বিসিবি। এনিয়ে সমালোচনা হয় ঢের। টুর্নামেন্টটির মাঝপথ এসে স্বস্তির খবর দিয়েছে বোর্ড। সেমিফাইনাল, ফাইনালসহ সবশেষ ৭ ম্যাচে থাকবে ‘পূর্ণাঙ্গ’ ডিআরএস।
বুধবার (২ ফেব্রুয়ারি) মিরপুরে সংবাদমাধ্যমকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলছিলেন, ‘আমরা চেষ্টা করছি শুধু আফগানিস্তান না আমাদের শেষের অংশে বিপিএলের যে ম্যাচগুলো হবে সেখানেও ডিআরএসকে ইন্ট্রোডিউস করা যায় কিনা।’
সঙ্গে আরও যোগ করেন নিজামউদ্দিন, ‘প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করা হয়েছে। আমাদের চেষ্টা থাকবে যে এটলিস্ট আমাদের শেষ সল্টের যে ম্যাচগুলো হবে ঢাকাতে, পরিকল্পনা আফগানিস্তান সিরিজে ডিআরএসটাকে নিশ্চিত করার জন্য। ফুল ডিআরএসটা।’
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: বিপিএল ডিসিশন রিভিউ সিস্টেম ডিআরএস
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।