• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বিপিএলের মাঝপথেই চলে যাচ্ছেন রাসেল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২২, ২৩:০০

বিপিএলের মাঝপথেই চলে যাচ্ছেন রাসেল

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শেষ না করেই চলে যাচ্ছেন মিনিস্টার ঢাকার ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল। শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতের ফ্লাইটে বাংলাদেশ ছাড়বেন তিনি।

এদিকে মিনিস্টার ঢাকার পক্ষ থেকে জানানো হয়েছে, অন্য কোথাও প্রতিশ্রুতি দেওয়ায় আগেভাগেই বিপিএল ছাড়ছেন রাসেল। তবে এবারের আসরে রাসেলের কাছ থেকে ঠিক সেরা সার্ভিসটি পায়নি ঢাকা। ব্যাট হাতে ছয় ম্যাচের পাঁচটিতে ব্যাটিং করে মাত্র ৬১ রান করেছেন তিনি। আর বল হাতে ৬ ম্যাচে শিকার করেছেন ৮ উইকেট।

এদিকে বাংলাদেশ ছাড়ার আগে এক ভিডিওবার্তায় ঢাকাকে বাকি আসরের জন্য শুভকামনা জানিয়েছেন এই ক্যারিবিয়। রাসেল বলেছেন, 'শুক্রবার রাতে আমার শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলো। ম্যাচটি খেলার জন্য মুখিয়ে ছিলাম। কিন্তু বৃষ্টির কারণে তা সম্ভব হলো না। আমার এখনই চলে যেতে হবে। আমাদের দলের খেলোয়াড়দের চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য আছে। দলের জন্য শুভকামনা।'

রাসেল আরও বলেন, টুর্নামেন্টের আরও অর্ধেক বাকি। একটু আগেই চলে যেতে হচ্ছে। তবে ফিটনেস নিয়ে কিছু কাজ করতে হবে। অনেক উপভোগ করেছি। দারুণ একটা দল ঢাকা, তাদের কাপ জেতার সামর্থ্য আছে। দলের জন্য শুভকামনা রইল, ইনশাআল্লাহ্‌।’– বলেন রাসেল।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top