অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
ইংল্যান্ডকে হারিয়ে ভারতীয় যুবাদের পঞ্চম শিরোপা জয়
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২২, ০০:১৫
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ইংলিশ যুবাদের হারিয়ে পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তুলেছে ভারতীয় যুবারা। ফাইনালে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ভারত।
শনিবার (৫ ফেব্রুয়ারি) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচে ১৫ বল বাকি থাকতেই জয় তুলে নেয় টিম ইন্ডিয়ার যুবারা।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংলিশ অধিনায়ক টম প্রেস্ট। ব্যাটিং বিপর্যয়ে ৪৪.৫ ওভারে মাত্র ১৮৯ রানে গুটিয়ে যায় টিম ইংল্যান্ড। জেমস রিউ করেন সর্বোচ্চ ৯৫ রান।
ইংল্যান্ডের যুবাদের দেওয়া স্বল্প রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ভারত। দ্বিতীয় বলেই উইকেট তুলে নেন ইংলিশ পেসার জশুয়া বয়ডেন। তবে হারনূর সিং এবং শাইখ রাশিদ ধীর স্থির ব্যাটিংয়ে ১৭.৩ ওভারে দলের খাতায় যোগ করেন ৪৯ রান।
দলীয় ৪৯ রানের মাথায় হারনূর সিং সাজঘরে ফেরেন ৪৬ বলে ২১ রানের ধৈর্যশীল ইনিংস খেলে। দলীয় ৯৫ রানে টিম ইন্ডিয়া হারায় তৃতীয় উইকেট। ৫০ রানের দারুণ ইনিংস খেলে জেমস সালেসের বলে ফেরেন শাইখ রাশিদ। এরপর আবার পরের ওভারে ফিরেই সালেস তুলে নেন টিম ইন্ডিয়া অধিনায়ক ইয়াশ ধুলের উইকেট। ১৭ রান করে ফেরেন তিনি।
এরপর দলের হাল ধরেন বোলিংয়ে ইংলিশদের ধুইয়ে দেওয়া রাজ বাওয়া এবং নিশান্ত সিন্ধু। দুজনের জুটিতে আসে ৬৭ রান। জয় থেকে ২৫ রান দূরে থাকতে ৩৫ রান করে আউট হন রাজ বাওয়া। এরপর বাকি কাজটুকু সারেন নিশান্ত সিন্ধু এবং উইকেটকিপার দীনেশ বানা। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান আসে নিশান্ত সিন্ধুর ব্যাট থেকে।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: ইংল্যান্ড ভারত অনূর্ধ্ব-১৯ england India
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।