লতার মৃত্যুতে কালো আর্মব্যান্ড পরবেন ভারতীয় ক্রিকেটাররা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২২, ০৩:২৭
ভারত তাদের ওয়ানডে ইতিহাসের হাজারতম ম্যাচটি খেলতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তবে ভারতের নাইটিঙ্গেল’ খ্যাত লতা মঙ্গেশকরের মৃত্যুতে কোহলিদের হাজারতম ম্যাচটি হয়ে থাকলো শোকের ম্যাচ।
ভারতীয় ক্রিকেটাররা শোক প্রকাশ করবেন মাঠেই।
রবিবার (৬ ফেব্রুয়ারি) শোকসন্তপ্ত হৃদয় নিয়ে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলতে নামবেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। ‘
লতার মৃত্যুতে ভারতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই সময়ে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। এতে অংশ নিচ্ছেন ক্রিকেটাররাও।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা বলেছেন, উপমহাদেশের কিংবদন্তিতুল্য সঙ্গীতশিল্পীকে শ্রদ্ধা জানাতে কালো আর্মব্যান্ড পরবেন ক্রিকেটাররা। তিনি বলেন, ‘লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোক প্রকাশে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে কালো আর্মব্যান্ড পরবেন ভারতীয় খেলোয়াড়রা। জাতীয় পতাকা থাকবে অর্ধনমিত।’
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।